ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হামলার সময় বাঙ্কারে লুকিয়ে ছিলেন নেতানিয়াহু-গ্যালান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ২৬ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। হামলা শুরুর সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বাঙ্কারে লুকিয়ে ছিলেন।

ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যখন হামলা হচ্ছিল, তখন তেল আবিবে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের একটি ভূগর্ভস্থ কক্ষে (বাঙ্কারে) ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত। 

ইরানে হামলা শুরুর পরপরই এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
 
এদিকে মার্কিন সাংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে ইরানে হামলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
 
আইডিএফের প্রকাশ করা একটি ছবিতে দেখা যায়, ইসরাইলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আইডিএফের কমান্ড সেন্টার থেকে পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরান ও কারাজ শহরে হামলা চালায় ইসরাইল। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
 
এটি গত ১ অক্টোবর ইসরাইলে হামলার জবাব বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানে ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি